এইমাত্র পাওয়া

নিরাপত্তাজনিত কারণে ৪ দিন বন্ধ থাকবে ঢাবির মেট্রোরেল স্টেশন

ঢাকাঃ বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে প্রক্টর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

তিনি বলেন, আজ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি সভা ছিল। সভার একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা হয়। সেখানে ১৬, ২৫, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সময় যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে এই ৪ দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন।

এছাড়া এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিগগিরই আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর জন্য বলা হয়েছে বলে ঢাবি প্রক্টর তার বক্তব্যে উল্লেখ করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.