এইমাত্র পাওয়া

এইচএসসির ফরম পূরণ ও নির্বাচনী পরীক্ষার তারিখ জানালো শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সর্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৭/০২/২০২৫ ইং তারিখের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ০২/০৩/২০২৫ তারিখ হতে শুরু হবে।

সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সর্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৭/০২/২০২৫ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ০২/০৩/২০২৫ তারিখ হতে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.