নিজস্ব প্রতিবেদক।।‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস (ওসিএলএ)-২০২৪’ এ ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ নির্বাচিত হয়েছেন ৬৫ বাংলাদেশি শিক্ষার্থী। চলতি বছরের জুনে অনুষ্ঠিত কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় অসামান্য কৃতিত্বের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।
গত শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ব্রিটিশ কাউন্সিল ও কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ১৬০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী এ পরীক্ষা আয়োজন করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন। ১০ লাখেরও বেশি শিক্ষার্থী প্রতি বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ কোর্সে অংশ নেন। এ বছর ৯৮ বাংলাদেশি শিক্ষার্থী ১২১টি পুরস্কার অর্জন করেছেন।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের স্বীকৃতি দেওয়া হয়। চারটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। সেগুলো হলোÑ টপ ইন দ্য ওয়ার্ল্ড, হাই অ্যাচিভমেন্ট, টপ ইন কান্ট্রি ও বেস্ট অ্যাক্রস। ১২১টি পুরস্কারের মধ্যে ৬৫ বাংলাদেশি শিক্ষার্থী ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার অর্জন করেছেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের কেমব্রিজ ইন্টারন্যাশনাল
এডুকেশনের কান্ট্রি ম্যানেজার শাহীন রেজা। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফয়েজ। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান।
শিক্ষাবার্তা /এ/০২/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.