নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অনুদানপ্রাপ্ত ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে ৩৫০ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের হালনাগাদ তথ্যাদি প্রেরণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. শাহনওয়াজ দিলরুবা খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সব জেলা প্রশাসককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে অনুদানপ্রাপ্ত ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের তথ্য হালনাগাদকরণ কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত ১১৬৯টি মাদ্রাসার তথ্য হালনাগাদকরণ সম্ভব হয়েছে। অনুদান চলমান থাকা সত্ত্বেও বাকি ৩৫০ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। যে ৩৫০টি (তালিকা সংযুক্ত) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হালনাগাদ তথ্য প্রেরণ করা হয়নি কিংবা ইতঃপূর্বে প্রেরণকৃত উক্ত মাদ্রাসাসমূহের তথ্যাদি সংশোধন প্রয়োজন, সে সকল মাদ্রাসার তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা তৎকর্তৃক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে সরেজমিন পরিদর্শনপূর্বক নিন্মোক্ত “ছক” মোতাবেক আগামী ১৫/১২/2024ইং তারিখের মধ্যে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
