এইমাত্র পাওয়া

টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে আইইউবি

নিজস্ব প্রতিবেদক।। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংস ২০২৫-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। আইইউবি বৈশ্বিকভাবে ৪০১-৫০০ ক্যাটাগরিতে স্থান পেয়েছে এবং দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে।

টিএইচই-এর এই র‍্যাংকিং ইন্টারডিসিপ্লিনারি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানকে তিনটি প্রধান স্তম্ভে মূল্যায়ন করে: ইনপুট (অর্থায়ন), প্রক্রিয়া (প্রাতিষ্ঠানিক সহায়তা), এবং আউটপুট (গবেষণার গুণগত মান ও পরিচিতি)। এবারের র‌্যাংকিংয়ে বৈশ্বিক তালিকায় শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।

টিএইচই-এর মূল্যায়ন পদ্ধতিতে ১১টি কর্মক্ষমতার সূচক বিবেচনা করা হয়। এজন্য ১৫.৭ কোটি সাইটেশন, ১.৮ কোটি গবেষণা প্রকাশনা এবং বিশ্বব্যাপী ২০,০০০-এরও বেশি শিক্ষাবিদের মাঝে চালানো জরিপের তথ্য বিশ্লেষণ করা হয়।

আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য খন্দকার মো. ইফতেখার হায়দার বলেন, ‘এই স্বীকৃতি গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার প্রতি আইইউবির প্রাতিষ্ঠানিক অঙ্গিকার এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের প্রতিফলন। এ অর্জন বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সাহস যোগাচ্ছে এবং আমরা বৈশ্বিক পর্যায়ে অবদান রাখার প্রেরণা পাচ্ছি।’

শিক্ষাবার্তা ডটকম/এ/২৯/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading