রাজশাহীঃ রাজশাহীতে পুলিশের কনস্টেবল পদে একজনের বদলে আরেকজন (প্রক্সি) পরীক্ষা দিতে এসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীর নাম সুমন মিয়া (২৪)। তাঁর বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ গ্রামে। গ্রেপ্তার অন্য দুজন হলেন রাজশাহীর বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের মো. রাকিব (১৯) ও রাজশাহী নগরের বাকির মোড় এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান (৩৫)। টাকার বিনিময়ে মো. রাকিবের জন্য প্রক্সি দিতে এসেছিলেন সুমন মিয়া।
রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, গতকাল বুধবার সকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক লক্ষ করেন, পরীক্ষা দিতে বসা সুমন মিয়ার সঙ্গে প্রবেশপত্রে থাকা ছবির মিল নেই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুমন জানান, তিনি রাকিবের হয়ে পরীক্ষা দিতে এসেছেন।
পরে ডিবি পুলিশের একটি দল সুমনকে পরীক্ষাকেন্দ্র থেকে আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী রাকিব ও তাঁর সহযোগী তৌফিকুরকে পুলিশ লাইনস-সংলগ্ন নদীর পাড় থেকে আটক করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মামলা করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জিলালুর রহমান। সেই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিবি পুলিশ জানায়, সুমন মিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন বেকার। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রক্সি দেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। মামলার পর গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.