এইমাত্র পাওয়া

কোচিং সেন্টারে অসুস্থ হয়ে ৯ শিক্ষার্থী হাসপাতালে

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে পাঠদান অবস্থায় একইসাথে ৯ ছাত্রী শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছে।

বুধবার (২৮ নভেম্বর) রাত নয়টায় পৌর শহরের রহমতপুর জিএমএস টিসিং হোম কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- শারমিন, সমৃদ্ধা,ফাতিমা, ফারজানা, জেরিন, রুবা, ফাতিমা,হুমায়রা, ও মমতাজ। এদের মধ্যে তিনজনের সমস্যা একটু জটিলতা হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোচিং সেন্টারের সকল শিক্ষার্থীদের মাধ্যে যেমন আতংকিত হয়ে পড়ে, তেমনি সংবাদ পেয়ে ছুটে আসা অভিভাবকদের মাঝে উৎকন্ঠা দেখা দেয়।

কোচিং সেন্টারের শিক্ষক রিপন জানায়, প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ার পর ওই শিক্ষার্থীকে নেবুলাইজ করা হয়। এরপর একে একে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিকাশ রায় জানান, নয় শিক্ষার্থী শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতেছে, প্রাথমিকভাবে এটি ধারণা করা হচ্ছে। তবে এটি সাইকোলজিক্যাল প্রব্লেমও হতে পারে। একজনের দেখাদেখি ভয়ে অন্যরা অসুস্থ হয়ে পড়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.