হামলার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

মো: গোলাম কিবরিয়া সিয়াম, বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ এক সংবাদ সম্মেলন করেছে বুটেক্স শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন।

বুটেক্স শিক্ষার্থীরা দাবি করেন, তাদের ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। কিন্তু হামলার সূত্র ধরে বিভিন্ন মিডিয়ায় ছাত্রলীগের রাজনীতিকে কেন্দ্র করে যেসব তথ্য প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে, পলিটেকনিক ছাত্রদলের কিছু নেতা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বুটেক্সের আজিজ হলে অবৈধভাবে প্রবেশ করে ঘটনার সূচনা করে।

তারা আরও বলেন, একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বুটেক্সের আজিজ হলে হামলা চালিয়েছে এবং পলিটেকনিক শিক্ষার্থীদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এটি একটি সুপরিকল্পিত হামলা, যেখানে কাঁচের বোতল, লোহার টুকরো, এবং ইট-পাটকেল দিয়ে আমাদের উপর আঘাত হানা হয়।

হামলার ভয়াবহতায় উল্লেখযোগ্য কয়েকজন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হন। উৎসব পাল নামের একজন শিক্ষার্থীকে আজীবনের জন্য এক চোখের দৃষ্টিশক্তি হারাতে হয়েছে। বর্তমানে চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসাধীন এবং তাহসিন নামের একজন শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় আরও প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের মেয়ে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমানজনক মন্তব্য এবং হেনস্তা করা হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উৎসব পালের বড় ভাই উজ্জ্বল পাল সংবাদ সম্মেলনে আবেগতাড়িত হয়ে বলেন, আমার ভাই ছোটবেলা থেকে লেখাপড়ায় খুব মনোযোগী ছিল। তার স্বপ্ন ছিল বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার। কিন্তু এই সন্ত্রাসী হামলার ফলে তার একটি চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তার মানসিক অবস্থাও ভেঙে পড়েছে এবং সে এখন বুটেক্সে অধ্যয়ন চালিয়ে যেতে আগ্রহী নয়।

উজ্জ্বল পাল আরও বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকারের কাছে দাবি জানাই, আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো হোক। এছাড়া, তার উচ্চশিক্ষার জন্য বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ে সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি। সেই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

বুটেক্স শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন। এছাড়া আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ নিশ্চিত করার জন্যও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা হামলার শিকারদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং সঠিক বিচার পেতে সকলের সহযোগিতা কামনা করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.