নিজস্ব প্রতিবেদক।।শিক্ষার্থীদের কোথাও কোনও ধরনের কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশনা দিয়ে একদিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করেছে ঢাকা কলেজ। কলেজ কর্তৃপক্ষ রবিবার (২৪ নভেম্বর) রাতে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে সোমবার (২৫ নভেম্বর) ক্লাস স্থগিত রাখার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ঢাকা কলেজের ঘোষণায় বলা হয়েছে, কোনও শিক্ষার্থী আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে তার দায় কলেজ প্রশাসন নেবে না। ঢাকা কলেজের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম মুজাহেদুল ইসলাম ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে ঢাকার ৩৫টি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এর আগে, গত বুধবার সিটি কলেজের সঙ্গে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ওই ঘটনায় দেড়শ জনের মত শিক্ষার্থী আহত হয়। এরপর থেকে ক্লাস বন্ধ রেখেছে সিটি কলেজ।
শিক্ষাবার্তা ডটকম/এ/২৫/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.