গোলাম মাওলা।। ক্যাম্পাসে রিকশা দূর্ঘটনার শিকার হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭ টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী রিকশা তাকে আঘাত করে৷ গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থী আফসানা করিম (রাচি) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষ ৫৩ ব্যাচ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার নিজ জেলা শেরপুর। তবে তিনি ঢাকার গ্রীণ রোডের গ্রীণ স্কয়ারে পরিবারের সাথে থাকেন।
আফসানা রাচির সহপাঠী কানিজ ফাতেমা জানান, আমাদের বন্ধুরা খবর পেয়ে হাসপাতালে এসেছি। রাচি আজকে বিকেলে একাই হাঁটতে বেরিয়েছিলো৷ মাত্র এক মাস আগে আমাদের ক্লাস শুরু হয়েছে। মাত্র এই কয়দিনের মাথায় আমরা একজন বন্ধুকে হারালাম।
খবর পেয়ে নিহত শিক্ষার্থীর দুলাভাই নাজমুস সাকিব হাসপাতালে ছুটে আসেন। স্বজনকে হারিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। নাজমুস সাকিব জানান, নিহত রাচি মাত্র পরশু দিন ক্যাম্পাসে এসেছিলেন৷ তার মা দেশের বাইরে থাকেন। তার বাবা ময়মনসিংহে গ্রামের বাড়িতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, সন্ধ্যা সাতটার কিছু আগে আমি দূর্ঘটনাটার খবর পেয়ে ছুটে আসি। পরে আমি নিজে এম্বুলেন্স ডেকে তাকে তুলে দিয়েছি। এম্বুলেন্স খুব দ্রুতই মাত্র ১১ মিনিটে তাকে হাসপাতালে নিয়ে এসেছে। তবুও তাঁকে বাঁচানো গেলো না।
দায়িত্বরত ডাক্তার ডা. সাব্বির বলেন, আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি, আমরা সাথে সাথে ইসিজি করি। তার ম্যান্ডিবল (দাঁতের মাড়ি) ভেঙে গিয়েছে। তার বুকের উপর ভারী আঘাতের কালচে চিহ্ন ছিল।
ডিউটি ম্যানেজার সবুজ জানান, সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় তাকে এনাম মেডিকেলে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরে মেজর কোন ইনজুরি পাইনি৷ তবে তার দাঁত পুরো মাড়িসহ বের হয়ে এসেছে। সম্ভবত এ আঘাতে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা ইতোমধ্যে সিসিটিভি দেখে ঘাতক রিকশাচালককে শনাক্ত করতে পেরেছি। গেরুয়ায় তার বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। আমরা অনতিবিলম্বে ক্যাম্পাসে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিবো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.