এইমাত্র পাওয়া

মাউশির রাজশাহী কার্যালয়ে এমপিও আবেদনের কার্যক্রম সচল, মেয়াদ বেড়েছে

রাজশাহীঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে পরিচালকের অনুপস্থিতিতে কলেজ শিক্ষকদের এমপিওর (মান্থলি পেমেন্ট অর্ডার) আবেদনের প্রক্রিয়া সচল রাখার জন্য সহকারী পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে আবেদনের সময় ১৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মাউশির এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার মাউশির সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) যুগ্ম প্রকল্প পরিচালক অধ্যাপক সামসুন নাহার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ‘এমপিও কার্যক্রম সচল রাখার জন্য পরিচালক ও উপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত আলমাছ উদ্দিন, সহকারী পরিচালক, রাজশাহী আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর পরিচালক ও উপপরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। একই সঙ্গে রাজশাহী অঞ্চলের এমপিও কার্যক্রমের মেয়াদ আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।’

বর্তমানে মাউশির রাজশাহী কার্যালয়ে কোনো পরিচালক নেই। এই এমপিওতে আবেদনের শেষ তারিখ ছিল গত মঙ্গলবার। ভুক্তভোগী শিক্ষকেরা গত সোমবার মাউশির রাজশাহী কার্যালয়ে পরিচালক নিয়োগ এবং স্থগিত এমপিও ছাড় করার অন্য কাউকে দায়িত্ব দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।

এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনের মুখে মাউশির রাজশাহী কার্যালয়ের পরিচালক বদলি নিয়ে আগের কর্মস্থলে চলে যান। ২৯ অক্টোবর তাঁর বদলি আদেশ আসে। ৫ নভেম্বর তিনি রিলিজ নিয়ে চলে যান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.