গোলাম মাওলা, জাবি প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট থেকে ‘বঙ্গবন্ধু’ নামটি বাদ দেয়া হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দটি বাদ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। অবশেষে তাদের দাবি মেনে নিয়ে নাম পরিবর্তন করা হলো।
নাম পরিবর্তনের বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নাম পরিবর্তনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইন্সটিটিউটের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “বহুদিন ধরেই আমরা নাম পরিবর্তনের জন্য দাবী জানিয়ে আসছিলাম। বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা আমাদের ইন্সটিটিউটের নামের কারণে বিষয়টির সম্পর্কে সঠিক ধারণা পেত না, এখন থেকে তারা স্পষ্ট ধারণা পাবে। আমাদের তুলনামূলক সাহিত্যের জন্য এটি একটি মাইলফলক।”
এ বিষয়ে ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মেহেরাব সিফাত বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়তে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আসছি। তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের অনেক দিনের নিপীড়নের ইতিহাস রয়েছে। নাম পরিবর্তনের মাধ্যমে বৈষম্য বিরোধী লড়াইয়ে আমাদের সংগ্রামের জয় হলো।”
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.