ঢাকাঃ ইভেন্ট বক্সের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সারাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের প্রতিভার লড়াই ‘কালচারাল ফেস্ট ২.০’। আসছে ১৫ নভেম্বর রাজধানীর গুলশানে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে এ উৎসবের আয়োজন হচ্ছে। নাচ, গান, মঞ্চাভিনয় আর ছবি আঁকা– এ চার বিষয়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে দেশের স্বনামধন্য সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শেষে দর্শক মাতাবে পাঁচটি ব্যান্ড– ক্যালিপসো, তরুণ ব্যান্ড, কাকতাল, অ্যাভোয়েড রাফা ও শিরোনামহীন।
এবারের আয়োজন নিয়ে ‘ইভেন্ট বক্স’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন, ‘প্রতিভাবান তরুণদের শিল্প ও প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম কালচারাল ফেস্ট গত বছরই জনপ্রিয়তা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় আরও বড় পরিসরে এবারের আয়োজন হতে যাচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিভা অন্বেষণে অংশ নেবেন। বিচারক হিসেবে চার বিভাগে থাকছেন একজন করে নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, পরিচালক ও চিত্রশিল্পী। সারাদিনব্যাপী চলবে প্রতিযোগিতা আর চিত্র প্রদর্শনী, যেখানে স্থান পাবে প্রতিযোগীদের সৃষ্ট চিত্রকর্ম ছাড়াও অসাধারণ সব শিল্পকর্ম। দিনব্যাপী এ আয়োজন হবে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.