রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইভটিজিংয়ের অভিযোগে দুই বহিরাগতকে গ্রেফতার করা হয়েছে। ওই দুই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় ক্যাম্পাসে প্রবেশ করে এক শিক্ষার্থীকে ইভটিজিং করার পর বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়, এবং পরে তাদের থানায় পাঠানো হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিক করছিলেন। এসময়, মদ খেয়ে ওই বিভাগের এক ছাত্রকে ফুল চাওয়ার জন্য এগিয়ে আসেন দুই বহিরাগত। শিক্ষার্থীদের প্রতিবাদে তারা দুজনকে ধরে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। সেখান থেকে তাদের সরাসরি তাজহাট থানায় পাঠানো হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন হলেন স্থানীয় পার্কের মোড়ের সেলুন দোকানদার শিমুল (২৫) এবং অপরজন মর্ডান মোড়ের আবির (২০)।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘ইভটিজিংয়ের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংরক্ষিত এলাকায় মাদক সেবন করারও অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তাজহাট থানার ওসি শাহালম সরদার জানান, ‘আমরা খবর পেয়ে দ্রুত গাড়ি পাঠিয়ে আসামিদের থানায় নিয়ে এসেছি। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.