এইমাত্র পাওয়া

শিক্ষকের বাসা থেকে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।সিরাজগঞ্জের কাজিপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১৮৩ বস্তা (৫,৪৯০ কেজি) সরকারি চাল উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের বেড়িপোটল গ্রামের তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল উদ্ধার করা হয়।

কাজিপুর উপজেলা আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম কালবেলাকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর সেনাবাহিনীর একটি টিম বেড়িপোটল জাহাঙ্গীর আলম শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার করে।’

তিনি জানান, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তারের মাধ্যমে সিলগালা করে দেওয়া হয়েছে।’

 উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, কাজিপুর উপজেলা আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়ির ভেতরে একটি গুদামে ১৮৩ বস্তা সরকারি চাল জব্দ করে।

সরকারি চালের বস্তা পরিবর্তন করে নাজিরশাইল চালের বস্তায় রাখা হয়েছিল। খাদ্য অফিসে ফোন করে কাউকে পাইনি। তাদের সঙ্গে নিয়ে চালগুলো উদ্ধার করে হস্তান্তর করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এ/০৮/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.