নিজস্ব প্রতিবেদক।।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। তাই উপদেষ্টা নিয়োগে অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে।
বুধবার (১৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলামোটর কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে কথা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) প্লাটফর্মটির বাংলামোটর কার্যালয়ে চার ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া সভায় সমন্বয়কদের মধ্যে আরো নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে হাসানাত আব্দুল্লাহ বলেন, শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু সরকারের গুণগান গাইব না। তাদের গঠনমূলক সমালোচনা করব। এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কোনো কিছু করবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আব্দুল হান্নান মাসউদ বলেন, বিপ্লবের ১০০ দিন উপলক্ষে আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। আর এক থেকে দেড় মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি দেয়া হবে।
তিনি আরো বলেন, আমাদের আজকের সভায় ১৫৮ জনের মধ্যে ৭০-৮০ জন সমন্বয়ক ছিলেন। তবে অন্য সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নেই। নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলাও নেই আমাদের, আমরা ঐক্যবদ্ধ আছি।
শিক্ষাবার্তা ডটকম/এ/০৮/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.