এইমাত্র পাওয়া

ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক জাহানারা বেগম। তিনি ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক জাহানারা বেগমকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো। আগামী ১৩ নভেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে তিনি বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন অন্যথায় তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের দেশ থেকে পালনের পর গত ১২ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এবং উপাধ্যক্ষ এ.টি.এম মইনুল হোসেন পদত্যাগ করেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে কলেজটির ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ইলিয়াসকে পদায়ন দেওয়া হয়। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.