এইমাত্র পাওয়া

ঢাকার রাস্তায় কেউ দোকান বসাতে পারবে না

নিউজ ডেস্ক।। 

ঢাকার রাস্তায় এখন থেকে কোনও দোকান বসতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তবে ফুটপাতে দোকান বসতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, রাস্তা আর ফুটপাত আলাদা জিনিস। রাস্তায় দোকানপাট বসাতে পারবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর একসময় খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল। এখন অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে সেখানকার পরিস্থিতি। অন্যান্য এলাকাতেও মোহাম্মদপুর মডেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হবে। রাস্তা থেকে দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মূল সড়কে অটোরিকশা চলাচলের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মূল সড়কে যেন অটোরিকশা না আসে, সেজন্য তাদের চার্জ (অটোরিকশার ব্যাটারি চার্জ) দেওয়ার পথ বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো।

চাঁদাবাজি নিয়ন্ত্রণের ব্যাপারে উপদেষ্টা বলেন, চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে। তবে যত প্রভাবশালীই হোক, কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.