এইমাত্র পাওয়া

বেরোবিতে অনৈতিক কর্মকাণ্ডে চার যুগলসহ ১২ জন বহিরাগতকে আটক

রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে( বেরোবি) প্রক্টররিয়াল বডির অভিযানে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে থাকার অভিযোগে ৪ যুগলসহ ১২ জন বহিরাগতকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাত ১০টায় বেরোবিতে অনৈতিক কর্মকাণ্ডে চার যুগলসহ ১২ জন বহিরাগতকে আটক প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালায়। এতে পুলিশ ফাঁড়ি মাঠ, ভিসি মাঠ ও ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে চার যুগলসহ ১২ জন বহিরাগতকে আটক করে প্রক্টরিয়াল বডি ও পুলিশ সদস্যরা। পরে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন কাজ করছে। রাতে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযান চালানোর সময় মাঠের অন্ধকার থেকে চার বহিরাগত যুগল ও মাদক সংশ্লিষ্টতায় কয়েকজন যুবককে আটক করা হয়। প্রথমবারের মতো আটক হওয়ায় তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading