এইমাত্র পাওয়া

ছাত্র আন্দোলনে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে কর্মসূচি

ফরিদপুর: ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সদরপুরের শিমুলতলী বাজারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় বিএনপির আয়োজনে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন চরনাসিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম গাজী, সহ-সভাপতি বজলুর রশিদ, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল, কৃষকদলের কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান সুমন, ছাত্রদল নেতা নজরুল কবীর প্রমুখ।

এসময় বক্তারা ছাত্র-জনতার উপর নির্বিচারে হামলার ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাদের গ্রেফতারসহ তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেন।
অবস্থান কর্মসূচীতে বিএনপি নেতা শাহজালাল সরদারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়। পরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শিমুলতলী বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।

অবস্থান কর্মসূচিতে ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ও চর নাসিরপুর ইউনিয়নের বিএনপির নেতৃবৃবন্দসহ কয়েক হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.