ঢাকাঃ এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো মানববন্ধন করছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে শিক্ষা ভবনের সামনে ফুটপাতে এ মানববন্ধন করেন তারা। এতে সংগঠনটির সভাপতি নেকবার হোসেনের নেতৃত্বে প্রায় ২২০ জন শিক্ষক অংশ নিয়েছেন।
তাদের দাবি- ৩২ বছরের বৈষম্য অবসান করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স কোর্সের ৩৫০০ জন শিক্ষককে প্রচলিত জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তি।
মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মেহরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে ১১টার দিকে তারা শিক্ষকদের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের উদ্দেশে তার সরকারি বাসভবন যমুনা অভিমুখে গমন করে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.