নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল বেপরোয়া শিক্ষার্থীর পিটুনিতে মারা গেছেন তোফাজ্জল হোসেন। সেই ঘটনা হতবাক করেছে সবাইকে। ইতিমধ্যে জড়িতরা গ্রেপ্তার হয়েছেন। তোফাজ্জল হোসেনের সেই ঘটনা নিয়ে তৈরি হলো নাটক। পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে রাজধানীর আফতাব নগরে। এখন চলছে সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বাদল, এরশাদ মণ্ডল, শান্তা পাল, মিরাজ প্রমুখ।
এ বিষয়ে ইমরান বলেন, ‘তোফাজ্জলের ঘটনা তো সবারই জানা। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষেরা খুন করে ফেলল! ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। সেই ভাবনা থেকেই এই নাটক নির্মাণ।’
এই নাটকে তোফাজ্জল সম্পর্কে কতটা জানা যাবে তাও জানিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘তোফাজ্জল গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষিত ছেলে। কিন্তু পারিবারিক বিভিন্ন ঘটনায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে যান। ঘটনা বর্ণনায় এসব জানা যাবে। তবে ওই রাতের ঘটনাই নাটকের মূল কেন্দ্রবিন্দু। আসলে, আমরা এমনভাবে আর কোনো তোফাজ্জলকে হারাতে চাই না। আমরা এই ঘটনার বিচার চাই।’
ইমরান জানিয়েছেন, আজ সন্ধ্যায় নাটকটির ‘জন্ম নিয়ে করেছি ভুল’ শিরোনামের একটি গান প্রকাশিত হবে ইমরান হা-শো নামের ইউটিউব চ্যানেলে। গানটি লেখা ও সুর করার পাশাপাশি গেয়েছেন সুজন হোসেন। সংগীত আয়োজন করেছেন শামজ শামীম। আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার একই ইউটিউব চ্যানেল মুক্তি পাবে ‘তোফাজ্জলের শেষ ভাত’ নাটকটি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.