এইমাত্র পাওয়া

লক্ষ্মীপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর আসাদ একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে অধ্যক্ষ ফারজানা নুরের পদত্যাগের দাবিতে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় অধ্যক্ষকে অবরুদ্ধ করে নানা স্লোগান দেয় তারা।

অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, কলেজে শিক্ষার্থীদের কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করতেন প্রতিনিয়ত। তাই অবিলম্বে অধ্যক্ষ ফারজানা নুর পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরতরা।

এদিকে, ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছেন অন্যান্য শিক্ষকরাও।

তারা বলেন, আমরা চাই না অধ্যক্ষের জন্য কলেজে কোনো বিশৃঙ্খলা হোক। এজন্য আমরা শিক্ষকরাও সবাই একত্রিত হয়েছি। তার অধীনে আমরা শিক্ষকতা করতে চাই না।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading