নিজস্ব প্রতিবেদক।।
দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৭ জুলাই সারা দেশে স্কুল-কলেজ-মাদরাসা-পলিটেকনিকসহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজও বন্ধ থাকবে।
তারই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বন্ধ রয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। দীর্ঘদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও আগামী মাস তথা আগস্ট মাসের বেতনের জন্য অনেক অভিভাবককে বেতনের জন্য মেসেজ দেওয়া হচ্ছে। রাজধানীর কয়েকটি বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান থেকে অভিভাবকদের মোবাইল ফোনে মেসেজ দিয়ে আগামী ১৫ তারিখের মধ্যে টাকা পরিশোধ করতে বলা হয়েছে। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও মাসের পুরো টাকা চাওয়া অসঙ্গতিপূর্ণ মনে করছেন অনেক অভিভাবক।
কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসের ১৭ তারিখে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সরকার। এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসেনি। তার মধ্যেই আগামী মাসের বেতনের জন্য প্রতিষ্ঠান থেকে আমাদের মেসেজ দেওয়া হয়েছে। সার্বিক দিক বিবেচনায় আগামী মাসের বেতনে ছাড় দিলে ভালো হয়। কারণ এই পরিস্থিতিতে সবাই কিছুটা হলেও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
মিরপুর-১৩ এলাকার সেলিনা রহমান বলেন, ‘আজই আমার ছেলের স্কুল থেকে আগস্ট মাসের বেতনের মেসেজ এসেছে। বরাবরের মতো বলা হচ্ছে, ১৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। কিন্তু স্কুল তো দীর্ঘ দিন বন্ধ ছিল। কবে খুলবে তারও ঠিক নেই। আমার প্রশ্ন হচ্ছে, এখন বেতন কিছুটা কম নেওয়া উচিত স্কুল কর্তৃপক্ষের। ক্ষতিটা তো আমাদের সবারই হচ্ছে।
এ সংক্রান্ত বক্তব্যের জন্য রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তারা বক্তব্য দিতে রাজি হননি। তবে বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলেছেন।
শিবা/এ/০১/০৮/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.