নিজস্ব প্রতিবেদক।।
গোপালপুর, টাংগাইল মাহমুদ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান( ৪৮) কে অএ প্রতিষ্ঠানের অস্টম শ্রেনীর ছাত্রী ধর্ষন চেষ্টার অভিযোগে গোপালপুর থানায় মামলা দায়ের করেন ছাত্রীর বাবা।
মো.মিজানুর রহমান জামালপুর জেলার, পোগলদিয়া ইউনিয়নের কান্দার পাড়া গ্রামের মো.মজিবর রহমান সাহেবের সন্তান।
ছাত্রীর বাবার অভিযোগ, গত মে মাসে স্কুল ছুটির পর মেয়ে কে জোর পূর্বক শ্রেনীকক্ষে নিয়ে স্কুল ড্রেস খুলে স্পর্শকাতর স্হানে হাত দেয় এবং ধর্ষনের চেষ্ঠা করে,এ সময় ডাক চিৎকারে শুরু করে,পরবর্তী তে যাতে এই ঘঠনা কাউকে না বলে ভয়ভীতি প্রদর্শন করেন ঐ শিক্ষক। খোজ খবর নিয়ে জানতে পারি এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা দায়ের করি।
এই ব্যাপারে প্রধান শিক্ষক নিজেকে নির্দোষ দাবী করে বলেন, আমি দীর্ঘ বিশ বছর যাবৎ শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছি, অদ্যবদি পযন্ত আমার বিরুদ্ধে এই ধরনের কোন অভিযোগ কেউ আনতে পারি নি, অথচ আমার স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী আমার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করেছে যা, আমার জন্য দূভার্গের ব্যাপার। আমার কলেজ পুড়ুয়া মেয়ে রয়েছে,আমি ষড়যন্ত্রের শিকার, পারিবারিক, সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই তাদের এই প্রয়াস।
ইতিমধ্যেই ম্যানেজিংকমিটি নিয়ে আমার সাথে কিছু ব্যাক্তির মনমালিন্য হয় তারপর হতে একের পর এক চক্রান্ত চলছে।
গোপালপুর থানা ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব সাহেব বলেন,এ বিষয়ে গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে, তদন্ত চলমান,আসামি দোষী হলে গ্রেফতার করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/০৯/০৭/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.