এইমাত্র পাওয়া

১০ হাজার শিক্ষক-শিক্ষার্থী পাচ্ছেন বিশেষ অনুদান

নিজস্ব প্রতিবেদক।।

১০ হাজার ২৪৬ জন শিক্ষক-শিক্ষার্থী ও ২৪০টি স্কুল-কলেজকে বিশেষ অনুদানের টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ৪০০ শিক্ষক-কর্মচারী, ৯ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী ও ২৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ অনুদানের জন্য মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের এ তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-এর মাধ্যমে এই টাকা সরাসরি শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হবে।

শিক্ষার্থীরা কে কত টাকা পাবেন—
মোট ৯ হাজার ৮৪৬ জন শিক্ষার্থীকে এই টাকা দেওয়া হবে।
*ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৬ হাজার ৩০০ জন শিক্ষার্থী প্রত্যেকে ৮ হাজার টাকা করে;
*একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী প্রত্যেকে ৯ হাজার টাকা করে;
*স্নাতক ও স্নাতকোত্তরের ১ হাজার ৬৮০ জন শিক্ষার্থী প্রত্যেককে ১০ হাজার করে পাবেন।

এ ছাড়া ৪০০ জন শিক্ষক-কর্মচারী প্রত্যেকে ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাবেন। আর ২৪০টি স্কুল-কলেজের প্রতিটিকে ১ লাখ টাকা করে ২ কোটি ৪০ লাখ টাকা দেওয়া হবে।

*শিক্ষক–কর্মচারীর তালিকা দেখুন এখানে

*শিক্ষার্থীদের তালিকা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির তালিকা

*নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে

*একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে

*স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে

*শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখুন এখানে

শিক্ষাবার্তা ডট কম/জামান/০৭/০৭/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading