এইমাত্র পাওয়া

মাউশির কলেজ ও প্রশাসনের নতুন পরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ ও প্রশাসনের নতুন পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক এ বি এম রেজাউল করিম।

বুধবার (৫ জুন) তাকে নতুন পরিচালক হিসেবে পদায়ন দিয়ে আদেশ দেওয়া হলেও শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃহস্পতিবার (৬ জুন) সেটি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন।

এ বি এম রেজাউল করিম সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও গণিত বিভাগের অধ্যাপক। তিনি মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীর স্থলাবিষক্ত হবেন।

একই প্রজ্ঞাপনে কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীকে রাজধানীর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে।

আগামী ১০ জুনের মধ্যে এই দুই কর্মকর্তাকেই  নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বর্তমানে শিক্ষা ক্যাডারের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির বর্তমান সভাপতি। আগামী ৯ জুন এ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে তিনি ফের সভাপতি প্রার্থী। নির্বাচনে ঠিক তিনদিন আগে তাকে বদলি করায় সবাই এটি নিয়ে কানাঘুষা করছেন। তবে ঠিক কী কারণে তাকে বদলি করা হয়েছে, এ ব্যাপারে কেউ অফিসিয়াল বক্তব্য দিতে রাজি হননি। অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীর বদলীতে এই পদটিতে জায়গা পেলেন এ বি এম রেজাউল করিম।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.