বরিশাল: জেলার গৌরনদীতে প্রচণ্ড গরমে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যালয়টি ছুটি দেওয়া হয়েছে। বুধবার (৫ জুন) উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক বিমল চন্দ্র ঘরামী জানান, সকালে প্রতিটা ক্লাসে জাতীয় সংগীত শুরু হয়। এ সময় নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে লাইব্রেরিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে একে একে আরও ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে অষ্টম শ্রেণির চারজন ও নবম শ্রেণির সাতজন। এ ঘটনার পরপরই বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
অসুস্থ ছাত্রীদের প্রথমে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল আক্তার, সুহারা আক্তার সুপ্তি, তাসিন খন্দকারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান বলেন, ছাত্রীরা গরমের কারণে অসুস্থ হয়ে পড়ে। এতে তাদের কিছুটা শ্বাসকষ্ট দেখা দেয়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.