এইমাত্র পাওয়া

পাঠদান চালু করার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পাঠদান চালু করার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১৬০ জন শিক্ষার্থী পাঠদান চালু রাখার দাবিতে গেটে তালা লাগিয়ে অবস্থান নেয়।

শিক্ষার্থীরা জানায়, গত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গাছা থানার বোর্ডবাজার ক্যাম্পাসে বিবিএ, এলএলবি, ট্যুরিজম ও নিউট্রিশন ও ফুড সায়েন্সে আমাদের ১৬০ শিক্ষার্থীকে ভর্তি করানো হয় এবং শিক্ষা কার্যক্রম চলমান রাখে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত নেয়। আমরা এর প্রতিবাদে আন্দোলন করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী জানান, ভর্তিকৃত শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন পরিষদের ব্যানারে সকাল থেকে অবস্থান নেয়। গেটে তালা লাগিয়ে শিক্ষার্থীদের অবস্থানের ফলে আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে প্রবেশ করতে পারছি না। এ ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন হয়। দুপুর ১২টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তালা খুলে দেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান শিক্ষাবার্তা’কে বলেন, আইন মেনেই শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে। মন্ত্রণালয় যে চিঠি দিয়েছে এরপরই শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তাদেরকে ডেকে আশস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কি করা যায় তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading