জবি: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।
রবিবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জবি শিক্ষক সমিতি এই মানবন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাসরিক হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন।
জবি শিক্ষক সমিতির সভাপতি বলেন, আমরা প্রত্যাশা করছি পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণের আগেই যেন সরকার আমাদের দাবিগুলো মেনে নেয়। আগামী পরশু দিন (২৮ তারিখ) আমরা আবারো কর্মসূচি পালন করবো, তার আগেই যেন সরকার ‘প্রত্যয়ন’ নামক সর্বজনীন পেনশন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাদ দিয়ে পূর্বের ব্যবস্থায় ফিরিয়ে নেয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, আমাদের শিক্ষকতা পেশাকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অনতিবিলম্বে শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার করে, প্রতিশ্রুত সুপার গ্রেডে স্থাপন করতে হবে। অন্যথায় আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।
মানববন্ধনে ইংরেজি বিভাগের অধ্যাপক মমিন উদ্দিন বলেন, সর্বজনীন পেনশন স্কিম বিষয়টা বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষার জন্য ভয়াবহ। উচ্চশিক্ষাকে টার্গেট করে নানা ধরনের স্কিম নেওয়া হচ্ছে, এটা কার্যকর হলে বাংলাদেশের শিক্ষার ওপর ভয়ানক প্রভাব ফেলবে। এই সংকট সমাধানে শিক্ষক ফেডারেশনকে সরকারের সাথে বসার আহ্বান জানাই।
অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাকারিয়া মিয়া বলেন, আমরা আজ এখানে নতুন কোনো দাবি নিয়ে দাঁড়াইনি, শিক্ষক হিসেবে আমরা যে সুবিধা পেয়ে আসছিলাম আমাদের সেই অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে দাঁড়িয়েছি। আমরা এমন কিছু করতে চাই না যাতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়। আমরা চাই, আগামী মঙ্গলবার আরেকটি কর্মসূচি আছে, তার আগে দাবি বাস্তবায়ন হোক।
মানবন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.