বৃহস্পতিবার দিনটি যেমন কাটবে আপনার

অনলাইন ডেস্ক :

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র। ১১ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর চন্দ্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ২, ১১, ২০, ২৯। আপনার শুভ বর্ণ: সাদা। শুভ গ্রহ ও বার: সোম। শুভ রত্ন: মুক্তা।

আজকের দিনে জন্মগ্রহণকারী বিখ্যাত ব্যক্তিরা হলেন- কবি আল মাহমুদ, নায়িকা পূর্ণিমা, উইলিয়াম গ্রোভ প্রমুখ। আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য সাদা ও ঘীয়ে বর্ণ সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনে নিষিদ্ধ খাদ্য: লাউ।

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। দাম্পত্য সম্পর্কের উন্নতি আশা করা যায়। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের সুযোগ রয়েছে। আর্থিক ক্ষেত্রে কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন। অংশিদারী বাণিজ্যে সাফল্য লাভ। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগগ্রতি হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে অপ্রত্যাশিত কোনো ঝামেলা দেখা দেবে। সহকর্মীদের সাথে অকারনেই ঝামেলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা। শরীর স্বাস্থ্যর প্রতি বিশেষ নজর দিন। ব্যক্তি জীবনে দূর্ণাম বদনামের আশঙ্কা প্রবল। অনৈতিক সম্পর্কের কারনে আর্থিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। কাজের লোকের দ্বারা অপদস্ত হতে পারেন। নিজেকে বদলান।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। প্রেম ও রোমান্সে সাফল্য লাভের সম্ভাবনা। সৃজনশীল কাজে প্রিয়জনের সাহায্য পেতে পারেন। শিল্পী ও কলাকুশলীরা আশানুরুপ আয়ের সুযোগ পাবেন। বিদেশ থেকে কোনো ভালো বৃত্তির সুযোগ আসতে পারে। মিডিয়ার নির্মাতারা শুটিং বা এডিটিং এর কাজে ফুল বিজি থাকবেন । সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা দেখা দেবে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কটের জাতক জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। পারিবারিক ক্ষেত্রে কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন। আবাসন ব্যবসায়ীদের অপ্রত্যাশিত ভাবে কিছু আয় রোজগার হওয়ার যোগ। যানবাহন ক্রয়-বিক্রয়ে সাফল্য পেতে পারেন। বস্ত্র ও গৃহসজ্জার দ্রব্যাদি ক্রয় করার সুযোগ আসবে।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি যোগাযোগের পক্ষে উত্তম। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনের সাহায্য লাভের সম্ভাবনা। সাংবাদিক ও মিডিয়া কর্মীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় নুতন অর্ডার লাভের সুযোগ আসবে। অনলাইন ক্রেতা বিক্রেতাদের আশানুরুপ আয়ের সম্ভাবনা। বিকাশ ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): কন্যার জাতক জাতিকার দিনটি আর্থিক দিক থেকে বলবান থাকবে। বকেয়া বেতন বোনাস প্রাপ্তির যোগ প্রবল। বিদেশ থেকে কিছু টাকা আসতে পারে। বৈদেশিক প্রতিষ্ঠানে কর্ম লাভের যোগ প্রবল। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হবার সম্ভাবনা। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে আপনার কোনো সিদ্ধান্ত লাভদায়ক হতে পারে। অসুস্থ ও বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। অংশিদারী বা যৌথমালিকানা ব্যবসা বাণিজ্যে ভালো লাভের আশা করতে পারেন। জীবন সাথীর সাহায্য লাভের সম্ভাবনা। ভাগ্য উন্নতির সুযোগ আসবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। প্রবাসীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সাংসারিক কাজে কিছু অর্থ ব্যয় করতে হবে। ট্রাভেল ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা আশানুরুপ লাভের সুযোগ পেতে পারেন। দূরের যাত্রার পরিকল্পণা চলতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুল্ক ও কর সংক্রান্ত জটিলতার অবশান আশা করা যায়।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকারদিনটি শুভ সম্ভাবনাময়। বড় ভাই বোন বা বন্ধুর সাহায্য পাবেন। কনস্ট্রাকশন ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় হতে পারে। কোনো শুভাকাঙ্খীকে দেওয়া ধার ফেরত পাবেন। বেসরকারী চাকুরেদের বকেয়া বেতন লাভের যোগ বলবান। ঠিকাদারী ও নির্মান কাজের ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকারদিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। স্থানিয় রাজনীতিতে নতুন পদ পদবির আশা করতে পারেন। সাঙ্গঠনিক ও সামাজিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রভাবশালী আমলা বা নেতার সাহায্যে কোনো কাজের সুযোগ পেতে পারেন। পিতার সাহায্য লাভের যোগ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আপনার আধ্যাত্মীক ভাগ্য আপনার সহায় হতে পারে। উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাত্রার যোগ প্রবল। ব্যবসায়ীক কারনে প্রবাসে যেতে হতে পারে। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেমিষ্টার ফাইনাল পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। পিতার কর্মস্থলে উন্নতির যোগ প্রবল।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকশানের আশাঙ্কা রয়েছে। আর্থিক ক্ষেত্রে কোনো বন্ধুর সাথে ঝামেলা দেখা দেবে। প্রাতিষ্ঠানিক পাওনাদারের তাগাদা বৃদ্ধির আশঙ্কা। আইনগত জটিলতায় ভোগান্তির সম্মূখীণ হবেন । কিছু টাকা হারিয়ে যেতে পারে। দূর্ঘটনা থেকে সতর্ক থাকুন। পুলিশী সাহায্য চাইতে গিয়ে নিজেই ঝামেলায় জড়িয়ে যাবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.