Breaking News

স্কুলে গিয়ে অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। কোথাও মাঝারি, কোথাও তীব্র আবার কোথাও-বা অতি তীব্র। আজ এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়- ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

এরই মাঝে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের কথা ভেবে খোলা হয়েছে স্কুল ও কলেজ। তবে এই তীব্র গরমে স্কুরে গিয়ে অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা।

বাগেরহাট 

জেলায় তীব্র গরমে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে সায়লা আক্তার সাথী নামে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে শিক্ষক ও অভিভাবকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সায়লা আক্তার সাথী মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুর রহমান মিত্রা বলেন, আমাদের স্কুলে ১৫২ জন শিক্ষার্থীর মধ্যে আজকে উপস্থিত ছিল মাত্র ৪৮ জন। তীব্র গরমে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না। এরমধ্যে আজ দুপুরে একজন শিক্ষার্থী তীব্র গরমে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এখন তার অবস্থা কিছুটা ভালো।

মুরাদনগর
মুরাদনগরে অসুস্থ হয়েছে একই বিদ্যালয়ের সাত শিক্ষার্থী। তীব্র তাপদাহে কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি বিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ হয়। আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।

লোহাগড়া
এদিকে, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজে প্রচণ্ড গরমে অন্তত ১৫ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ওই শিক্ষার্থীদের চিকিৎসা শেষে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে। ঘটনার পর জেলা শিক্ষা অফিসারের নির্দেশে একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।

ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার বিষূটি নিশ্চিত করেন।

কুয়াকাটা
এছাড়া, পটুয়াখালীর কুয়াকাটায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ক্লাস চলাকালীন অতিরিক্ত দাবদাহে বিদ্যুৎ না থাকায় অসুস্থ হয়ে পড়ে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীরা অসুস্থ হলে দ্রুত তাদের ক্লাসরুম থেকে বের করে প্রাথমিক চিকিৎসা করা হয়।

ভুঞ‌াপু‌র
ওদিকে, টাঙ্গাইলের ভুঞ‌াপু‌রে প্রচণ্ড গর‌মে আক্রান্ত হ‌য়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ‌ হ‌য়ে প‌ড়ে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৪/২০২৪

Check Also

তিন বছরে উচ্চ শিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার

ঢাকাঃ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত তিন বছরে (২০২১-২৩) উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন …