Breaking News

শিক্ষকরা কি বাতাস খেয়ে বাঁচবেন?’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন কারিকুলামে শিক্ষকদের দায়িত্ব ও কাজের পরিধি বেড়েছে কিন্তু বেতন-ভাতা বাড়ে নাই এমন মন্তব্য করে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার প্রশ্ন রাখেন, শিক্ষকরা কি বাতাস খেয়ে বাঁচবেন?

রোববার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় শিক্ষানীতি ও নতুন কারিকুলাম বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

নুর মোহাম্মদ তালুকদার বলেন, শিক্ষায় যখন কোনো বড় পরিবর্তন আনা হয় তার ধকলটা আসে শিক্ষকদের ওপর। ৭ দিনের প্রশিক্ষণে কিছুই হয় না। শিক্ষকদের এর জন্য অনেক পরিশ্রম করতে হয়। আর এই অধিক পরিশ্রমের কারণে বেতন-ভাতা বৃদ্ধির কথা বললে বলা হয়— না পারলে চাকরি ছেড়ে চলে যান, লোকের অভাব হবে না।

তিনি আরও বলেন, শিক্ষকদের কান ধরে ওঠ বস করানো, জুতা পেটা থেকে শুরু করে নানানভাবে হয়রানি করা হয়। শিক্ষকরা নিজের অধিকারের কথা বলতে গেলেই তাদের ওপর অনেক প্রতিষ্ঠান মালিক অত্যাচার করেন শারীরিক ও মানসিকভাবে।

নতুন কারিকুলাম নিয়ে সমালোচনা করে ড. নুর মোহাম্মদ বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টি স্পস্ট নয়। সমালোচনার ফলে অনেককে আইনের আওতায় আনার মতো ঘটনাও ঘটেছে। এগুলো বলে আমি বাসায় ফিরে যেতে পারবো কিনা তার নিশ্চয়তা কী?

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের এই চড়া বাজারে শিক্ষকদের বেঁচে থাকাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে আমাদের অনুরোধ আমাদের বেতন-ভাতার বিষয়টি অবশ্যই দেখবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

নতুন শিক্ষাক্রমে কত খরচ জানতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আলোচিত সমালোচিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সরকারের কত টাকা খরচ হয়েছে তা জানতে …