আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি।।
২৫ মার্চ থেকে ২৭ এপ্রিল টানা ছুটির পর তীব্র তাপদাহে পাবনার আটঘরিয়া উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুবই কম।
অতি তীব্র তাপপ্রবাহেও আটঘরিয়ায় স্কুল-কলেজগুলোতে ক্লাস খুললেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। তবে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ছিল শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা বলেন, তীব্র তাপদাহে ক্লাসরুমে বসে ক্লাস করা কঠিন হয়ে যাচ্ছে। ঘেমে প্যান্ট, শার্ট ভিজে যাচ্ছে। এর পরে দফায় দফায় বিদ্যুৎ থাকছে না। তারা আরো জানান, আসা-যাওয়ায় অসুবিধা হচ্ছে। রাস্তায় বের হলেই রোদে আগুনের লেলীহান শিখায় বিপর্যস্ত হতে হচ্ছে।
পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক মোঃ রজব আলী বলেন, এই তাপদাহের মধ্যে স্কুল খুলেছে। আর কয়েকটা দিন স্কুল বন্ধ থাকলে ভালো হতো। প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন বলেন ছাত্র ছাত্রীদের ছাতা, পানির বোতল নিয়ে স্কুলে আসতে বলেছি এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে।
বেলা ১টা পর্যন্ত ৪বার লোডশেডিং ছিল। উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের শ্রেণি কক্ষ টিনশেডের। তাপদেহের কারণে অনেক স্কুলের শিক্ষার্থীদের বেলা একটার পরে চলে যেতে দেখা গেছে।
###
শিক্ষাবার্তা ডটকম/জামান/২৮/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.