এইমাত্র পাওয়া

সহপাঠী হত্যায় তিন শিক্ষার্থীর আটকাদেশ

নাটোরের চাঞ্চল্যকার মাদ্রাসা ছাত্র তানভীর হত্যার দায়ে একই মাদ্রাসার তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আটকাদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ মাইনুল হক এ রায় দেন। রায়ে অভিযুক্ত হুমাইদ হোসেন ও বাইজিদ হাসানকে শিশু আইনের ৩টি ধারায় ১৮ বছর করে আটকাদেশ দেয়া হলেও একই সাথে তারা আটক থাকবে। অপর অভিযুক্ত নাইমকে দুটি পৃথক ধারায় ৮ বছরের আটকাদেশ দেয়া হয়।

নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি শাহজাহান কবির জানান, ২০১৫ সালের ২৫ আগস্ট নাটোর শহরের আলাইপুর এলাকায় আশরাফুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির আবাসিক শিক্ষার্থী তানভীরকে অপহরণ করে হত্যার পর লাশ মাদরাসার সেপটিক ট্যাংকে ফেলে দেয় একই মাদরাসার ওই তিন শিক্ষার্থী।

পরে র‌্যাব সদস্যরা মাদরাসা সংলগ্ন একটি সেপটিক ট্যাংক থেকে একই বছরের ১ সেপ্টেম্বর তানভীরের লাশ উদ্ধার করে। ওই দিনই তানভিরের বাবা সাইফুল ইসলাম নাটোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশি তদন্তে ওই তিন ছাত্রকে অভিযুক্ত করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.