Breaking News

ঢামেকে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

ঢাকাঃ  ঢাকা মেডিকেল নার্সিং কলেজের পিছনের রাস্তায় আব্দুল আওয়াল (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে ওই রিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মৃত আওয়ালের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার সিংহ গ্রামে। বাবার নাম আজম আলী। বর্তমানে নারায়নগঞ্জ ফতুল্লা শিবু মার্কেট এলাকায় থাকতো। শনিরআখড়ার একটি গ্যারেজের রিকশা চালাতো।

হাসপাতালে শাহবাগ থানার এসআই সুমন বসাক বলেন, খবর পেয়ে ঢাকা নার্সিং কলেজের পিছনের রাস্তা থেকে অচেতন অবস্থায় ওই রিকশা চালককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরো বলেন- প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই রিকশা চালক রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পিছনের রাস্তায় কাপতে কাপতে রাস্তায় পরে অচেতন হয়ে যায়। খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। ধারণা প্রচন্ড গড়মে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার বলেন, এক রিকশা চালককে মৃত অবস্থায় পেয়েছি। তবে তার মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে কিনা ময়নাতদন্তের পর জানা যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪

Check Also

তিন বছরে উচ্চ শিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার

ঢাকাঃ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত তিন বছরে (২০২১-২৩) উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন …