চট্টগ্রামঃ জেলার রাঙ্গুনিয়া উপজেলার বাস-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দুই ছাত্র হলেন, শান্ত সাহা (২৩) ও মো. তৌফিক হোসেন (২২)।
সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার জিয়া নগরে এ দুর্ঘটনা ঘটে।
চুয়েট সূত্রে জানা গেছে, শান্তর বাড়ি নরসিংদী এবং মো. তৌফিকের (২২) বাড়ি নোয়াখালী জেলায়। ঘটনার পর থেকে চুয়েট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়েটের ওই দুই ছাত্র মোটরসাইকেলে করে রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাচ্ছিলেন। এ সময় কাপ্তাই সড়কে চলাচলকারী শাহ আমানত সার্ভিসের একটি বাস চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে আসছিল। এ সময় দ্রুত গতিতে আসা বাসটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করে। এক পর্যায়ে মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় দুই ছাত্র গুরুতর আহত হয়।
পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাদের একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। আরেকজনকে নগরীর কাছে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার এস আই আবু সায়েদ জানান, শান্ত ও তৌফিক নামে চুয়েটের দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছে। পরে খবর পেয়েছি চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছে। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
চুয়েটের উপ পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান বলেন, চুয়েট এর দুজন মেধাবী ছাত্র সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছে। নিহতরা ছিলেন মোটরসাইকেল আরোহী। তাদের একজনের নাম শান্ত সাহা। শান্ত পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের ছাত্র। তার আইডি আইডি-২০০১১০০। শান্ত নরসিংদী সদরের চার নম্বর ওয়ার্ডের কাজল সাহার পুত্র। নিহত অপরজন হলেন পুরকৌশল বিভাগের ২১ ব্যাচের ছাত্র তৌফিক হোসেন। তার আইডি-২১০১০০৬। তৌফিক নোয়াখালী জেলার সুধারাম এলাকার নিউ কলেজ রোডের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের পুত্র। শান্ত সাহার লাশ চমেক হাসপাতালে এবং তৌফিকের লাশ এভারকেয়ার হাসপাতালে আছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.