Breaking News

অধিক ঝুঁকিপূর্ণ ৩০টি স্কুল-কলেজের ভবন খালি করে সাইনবোর্ড টানানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানী ঢাকা ও নারায়নগঞ্জে অবস্থতি অধিক ঝুঁকিপূর্ণ ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ব্যাবহার না করে এবং খালি করে সাইনবোর্ড টানানোর নির্দেশনা দিয়েছে মাউশি।

রবিবার মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার  সহকারী পরিচালক (প্রকৌশল) মোঃ আঃ খালেক স্বাক্ষরিত পত্রে এই ত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে এই নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন “আরবান রেজিলিয়েন্স প্ৰকল্পঃ রাজউক অংশ” শীর্ষক প্রকল্পের আওতায় “Vulnerability Assessment and Prioritized Investment Plan for Critical Assets in Dhaka” পরামর্শ সেবার জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান JV of NKY (Turkey) Protek-Yapi (Turkey) Sheltech (Bangladesh) কর্তৃক ঢাকা DMDP এলাকার অধিক ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলার সুপারিশ করা হয়। ইতোমধ্যে রাজউক কর্তৃক প্রেরিত তালিকা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৪২টি অধিক ঝুঁকিপূর্ণ ভবনসমূহ ০৭ (সাত) দিনের মধ্যে খালিকরতঃ সিলগালা/ভেঙ্গে ফেলার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধানকে নির্দেশনা প্রদান করে বিগত ০৩/০৪/২০২৪ তারিখে মাউশি অধিদপ্তর থেকে একটি পত্র জারি করা হয় (মাউশির ওয়েবসাইট দ্রষ্টব্য)।
এ প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা-এর পত্রের আলোকে গত ০৪/০৩/২০২৪ তারিখে অনুষ্ঠিত নগর উন্নয়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তালিকায় বর্ণিত আপনার প্রতিষ্ঠানের অধিক ঝুঁকিপূর্ণ ভবনের সম্মুখে “এই ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ, ভবনের ব্যবহার বন্ধের জন্য অনুরোধ করা হলো -অনুরোধক্রমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)” মর্মে সাইনবোর্ড আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে স্থাপনপূর্বক রাজউক কার্যালয়কে জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৪/২০২৪

Check Also

তিন বছরে উচ্চ শিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার

ঢাকাঃ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত তিন বছরে (২০২১-২৩) উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন …