Breaking News

তাপপ্রবাহ: ক্লাসে আসতে হবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

ঢাকাঃ সারা দেশে চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহে সব বিভাগের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আর এ সপ্তাহে যেসব পরীক্ষা রয়েছে, সেসব পুনরায় রিশিডিউল করা হবে।

রবিবার উ পচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আইনুল ইসলাম বলেন, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহে সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর কোনো পরীক্ষা থাকলে সেই সব রিশিডিউল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই তাপপ্রবাহ পরবর্তী সপ্তাহে অব্যাহত থাকলে তখন আবার সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে, আপাতত এই সপ্তাহটা অনলাইনেই চলবে।

এদিকে সারা দেশে চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সারা দেশের স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তা ছাড়া প্রচণ্ড দাবদাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৪/২০২৪

Check Also

অনিয়ম আমি করবো না: ববি উপাচার্য ড. শরমিন

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, অনিয়ম …