এইমাত্র পাওয়া

চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার রাত ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

ভলকানো ডিসকভারি জানায়, ৩.৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে।

মৃদু ভূমিকম্পটির অবস্থান ছিল ভারত সীমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। বন্দরনগরী চট্টগ্রাম থেকে ৪৩ কিলোমিটার দূরে এটি আঘাত হানে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.