ঢাকাঃ দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে ক্লাস-পরীক্ষা চালু রাখার বিষয়ে আগামীকাল রবিবার (২১ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
শনিবার (২০ এপ্রিল) রাতে গণমাধ্যমকে তিনি এই কথা জানান।
ড. সীতেশ চন্দ্র বলেন, আমরা এখনো এটা নিয়ে কোনো সিদ্ধান্তে আসিনি। আমরা কালকে ডিনস কমিটি সংশ্লিষ্ট সবার সাথে সভা করে সিদ্ধান্ত নেব। এখন মাননীয় উপাচার্যও দেশে নেই। উনার সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এসময় তিনি মন্ত্রণালয়ের সাত দিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ রাখায় ঘোষণা উল্লেখ করে বলেন, আমার নিজস্ব ধারণা এটা। সাধারণত গ্রাম-গঞ্জের স্কুল-কলেজগুলোতে শিক্ষার্থীরা অনেক দূর থেকে পায়ে হেঁটে, সাইকেলে বা ভ্যানে চড়ে স্কুলে যেতে হয়। তখন এই রোদের মধ্যে যাতে হিট স্ট্রোকের মতো সমস্যায় বাচ্চারা না পড়ে, তাই এই ঘোষণা। এটি একটি কারণ যেটি মাইনর। তারা ১৫-১৬ বছরের।
এই শিক্ষক বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের, যারা ১৮ এর উপরে তাদের ক্ষেত্রে হয়ত এটি বিবেচ্য না। এটি আমার ধারণা। যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আবাসিক, আবার যারা থাকে না তাদের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে রোদের মধ্যে তাদের দাঁড়িয়ে থাকার সময়টা কম। সেটি একটা কারণ হতে পারে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত। সেটি একটি কারণ হতে পারে। সবকিছু মিলিয়ে এটি (মন্ত্রণালয়ের ঘোষণা) বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করেনি বলে আমার ধারণা। তবে বিষয়টি বিবেচনার যোগ্য।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.