গফরগাঁও উপজেলা মাইশিপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মো. নূরুজ্জামান-গফরগাঁও উপজেলা প্রতিনিধি :
ইসলামি শিক্ষা বিষয়ের শিক্ষকদেরকে গুনগতমান উন্নয়নে, একবিংশ শতাব্দির যোগ্য, দক্ষ, স্মাট শিক্ষক হিসেবে গড়ে তোলা প্রত্যয়ে মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষকগনের সমন্বয়ে গঠিত মাধ্যমিক ইসলামি শিক্ষক পরিষদ (মাইশিপ) এর গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্র্নমিলনী অনুষ্ঠান আজ সকালে গফরগাঁও উপজেলার ইউনিক সাকসেস একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়েছে।


মাইশিপ গফরগাঁও উপজেলার সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইশিপ ময়মনসিংহ জেলার সভাপতি কাজী মো. আবদুর রাজ্জাক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাইশিপ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মাইশিপ ময়মনসিংহ জেলার সহ-সভাপতি এ.কে.এম. শহীদ সারওয়ার, মাইশিপ ময়মনসিংহ জেলার সহ-সভাপতি মো. কাজিম উদ্দিন, মাইশিপ ময়মনসিংহ জেলার কোষাধ্যক্ষ মো. ওমর ফারুক, মাইশিপ গফরগাঁও উপজেলার সদস্য মো. ইসমাইল হোসেন সোহেল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাইশিপ গফরগাঁও উপজেলার সভাপতি মোহাম্মদ আবুল কাশেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষকদের একবিংশ শতাব্দির যোগ্য, দক্ষ, স্মাট শিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের একসাথে কাজ করার ও নিজেদের মানোন্নয়নের তাগিদ দেন।

মাইশিপের মাধ্যমে শিক্ষকদের আর্থ -সামাজিকভাবে নিজেদের সাবলম্বি ও নতুন কারিকুলামের সফল বাস্তবায়নের মাধ্যমে স্মাট শিক্ষক শিক্ষক হিসেবে নিজেদের তৈরি হতে বলেন। তাছাড়া বিশেষ অতিথিগন জেলা মাইশিপের গৃহিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে গফরগাঁও উপজেলার মাধ্যমিক পর্যায়ের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

পদত্যাগ করলেন সচিব খুরশেদ আলম

ঢাকাঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পদত্যাগ করেছেন। ১৫ …