স্কুলছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

জামালপুরঃ জেলার সরিষাবাড়ীতে স্কুলছাত্র উজ্জ্বল হত্যার মূল পরিকল্পনাকারী ইউপি সদস্য আব্দুল মালেকসহ সব আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ডোয়াইল ইউনিয়নের বালিয়া ব্রীজপাড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত স্কুল ছাত্রের বাবার উসর আলী, স্থানীয় এলাকাবাসী মিজানুর রহমান, রফিকুল ইসলাম ও আমিনুল হক।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চর বালিয়া গ্রামের উসর আলীর ছেলে উজ্জ্বল মিয়া স্থানীয় শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউট অষ্টম শ্রেণির ছাত্র ছিল। গত ২৭ মার্চ সন্ধায় মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হবার পর থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ৪ দিন পর প্রতিবেশি আপেল মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেকসহ ৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা উসর আলী। আসামিরা প্রভাবশালী হওয়ায় উল্টো মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। দ্রুত সময়ে সব আসামিদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি পরানসহ ৫ জনকে আটক করেছে। অন্য আসামিদের আটকে অভিযান চলমান রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.