ঢাকাঃ রোজা, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে টানা ১৩ দিনের ছুটি শেষে খুলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তবে ক্লাস-পরীক্ষায় ফেরেনি আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৭ এপ্রিল) বুয়েটে একাডেমিক চালু হলেও পরীক্ষায় অংশ নেননি ৯৯ ভাগ শিক্ষার্থী।
জানা যায়, এইদিন বুয়েট’২১ ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষা ছিল। এতে ১ হাজার ২৭১ জনের মধ্যে মাত্র আটজন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সেই হিসেবে শতকরা ৯৯ দশমিক ৩৭ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ নেয়নি বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আজ কেউ ক্লাস-পরীক্ষায় অংশ নেয়নি। আগামীকাল বৃহস্পতিবারে রুটিন অনুযায়ী একটি পরীক্ষা রয়েছে। সেটিতেও অংশ নেবেন বলে এখন পর্যন্ত বলা যাচ্ছে। তবে নিশ্চিত হয়ে কোনো কিছুই বলা সম্ভব নয়, কারণ এটি সম্মিলিত সিদ্ধান্ত।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ মধ্যরাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রবেশের প্রতিবাদে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। ৬ দফা দাবির মধ্যে গত ১৫ এপ্রিল ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানকে সরিয়ে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন সিদ্দিককে নিয়োগ দেয়া হয়।
শিক্ষার্থীদের দাবি, রাজনীতিমুক্ত বুয়েট ক্যাম্পাস নিশ্চিতের আশ্বাস পেলে তবেও তারা ক্লাসে ফিরবেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.