নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদ্য প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ উত্তীর্ণ বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে প্রার্থীদের আবেদনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সম্প্রতি বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মনজুরুল হক। সঙ্গে ছিলেন মো. শাহীনুজ্জামান শাহীন ও মোহাম্মদ আলী।
বুধবার (১৭ এপ্রিল) আইনজীবী শাহীনুজ্জামান শাহীন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, আদালত একই সঙ্গে ২০২২ সালে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বয়সসীমা আবেদনকারীদের অনুকূলে নির্ধারণ কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
এর আগে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ উত্তীর্ণ বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে প্রার্থীদের আবেদনের সুযোগ দিতে ২০০ জন প্রার্থী হাইকোর্টে রিট করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.