প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল

ঢাকাঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতেথাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাওয়ার কথা ছিল। এর মধ্যে তিনি সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওই সফর দুটি বাতিল করা হয়েছে।

প্রধানমন্ত্রী ইউএনএসকাপ কমিশনের সভা ও দ্বিপক্ষীয় সফর উপলক্ষে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ব্যাংকক সফর করবেন। এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহsযোগিতার বিষয়ে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। ব্যাংককের পর সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।

এরপর তার গাম্বিয়ায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর পরিবর্তে ওই দুটি অনুষ্ঠানে উপযুক্ত প্রতিনিধি পাঠানোর প্রস্তুতি চলছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

ঋণের সুদহার আরো বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। …