সর্বশেষ সরকারি নিয়োগ বিধি ও পরিপত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ খ্রিষ্টাব্দ মোতাবেক শ্রীরায়ের চর সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে।
যা যা প্রয়োজন-
প্রতিষ্ঠানের নাম: শ্রীরায়ের চর সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
পদ সংখ্যা: ১টি
পদের নাম: প্রধান শিক্ষক (এমপিওভুক্ত শূন্যপদ)
বেতন গ্রেড ও স্কেল : ০৭ (২৯০০০-৬৩৪১০/-)
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম স্নাতক/সমমানও বিএড/ সমমান, মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে ৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে সর্বেমোট ১৫ (পনের) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন ফি: উক্ত পদে বিদ্যালয়ের নামে চলতি হিসাব নং ০১০০০৩০৫৭৫৮৮৬, জনতা ব্যাংক, দাউদকান্দি শাখার অনুকূলে ১০০০ টাকার ব্যাংকড্রাফট (অফেরত যোগ্য) প্রয়োজনীয় কাগজপত্রদিসহ আবেদনপত্র সভাপতি বরাবর করতে হবে।
আবেদনের সময়: বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে।
যোগাযোগ:- সভাপতি, শ্রীরায়ের চর সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ডাকঘর: শ্রীরায়ের চর, (৩৫১৬) উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা।
মোবাইল: 01778290094
শিক্ষাবার্তা ডটকম/জামান/১৭/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.