চট্টগ্রামে সড়কে প্রাণ গেল বিদেশি শিক্ষার্থীর

চট্টগ্রামঃ জেলায় সড়ক দুর্ঘটনায় ফুটফাফোন জেইডলা (২৩) নামে এক বিদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর পতেঙ্গা আউটার লিংক রোডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত আরও দুই বাংলাদেশি শিক্ষার্থীকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জেইডলা লাওসের নাগরিক। তিনি চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পতেঙ্গা সী-বিচ এলাকায় তিনজন রাতে ঘুরতে এসেছিলেন। সী-বিচ থেকে বাসায় যাওয়ার পথে তাঁদের বহনকারী পাজেরো গাড়ি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি গাড়ির পেছনের সিটে ছিলেন।’

তিনি বলেন, ‘পাজেরো গাড়িটির সামনের চাকা ফেটে যাওয়ার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকের সঙ্গে ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

ঋণের সুদহার আরো বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। …