১০ হাজার রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দেবে ‘জীবনখেয়া’

বাগেরহাট প্রতিনিধি।

অবহেলিত উপকূলীয় এলাকার জলবায়ু শরণার্থী ও চরাঞ্চলের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘জীবনখেয়া’ নামের একটি ভাসমান হাসপাতাল চালু করেছে বেসরকারি সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। উপকূল ও বিচ্ছিন্ন চরাঞ্চলের ১০ হাজার প্রান্তিক রোগী এ হাসপাতাল থেকে আধুনিক চিকিৎসাসেবা পাবেন।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা যৌনপল্লীতে চিকিৎসাসেবা প্রদানের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই হাসপাতালের।

ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো রূপান্তর নাটকইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো রূপান্তর নাটক
বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কিশোর কুমার দাশের তত্ত্বাবধানে এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এ সময় প্রায় ৩ শতাধিক রোগী এই ক্যাম্প থেকে চিকিৎসাসেবা নেন। বিনামূল্যে তারা (রোগী) পেয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসহ ১ সপ্তাহের ওষুধ ও পুষ্টিকর খাদ্যপণ্য।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাশ বলেন, উপকূলীয় এলাকা ও বিচ্ছিন্ন চরাঞ্চলের প্রান্তিক মানুষকে চিকিৎসাসেবা নেওয়ার জন্য হাজার টাকা শুধু যাতায়াত ভাড়ায় ব্যয় করতে হয়।

এসসিবির অর্থায়নে বিদ্যানন্দের এই ভাসমান হাসপাতাল সেইসব মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা নিয়ে হাজির হয়েছে। প্রায় ১০ হাজারের বেশি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষ এখান থেকে চিকিৎসাসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

তিনি আরো বলেন, বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৮ জন চিকিৎসক, ১ জন গাইনি বিশেষজ্ঞ, ১ জন শিশু বিশেষজ্ঞ ও ১ জন চক্ষু বিশেষজ্ঞ নিয়ে এই ভাসমান হাসপাতালটি আগামী ৪০ দিন ধরে খুলনা, বরিশাল, ভোলা, চাঁদপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর হয়ে নোয়াখালীর ২৯টি স্পটে ক্যাম্প করে চিকিৎসা দেবে।

বিনামূল্যে ল্যাব টেস্ট ও ওষুধের পাশাপাশি রোগীদেরকে পুষ্টিকর খাদ্যপণ্যও দেওয়া হচ্ছে এই হাসপাতাল থেকে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষকে স্বাবলম্বীকরণের কার্যক্রমও চলমান থাকবে এই হাসপাতাল থেকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.