ভোলাঃ জেলার চরফ্যাশনের কলেজছাত্রী নীপা বেগমের (১৬) হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। এতে অংশ নেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও নিহতের স্বজনরাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং এলাকার সাধারণ মানুষ।
সোমবার সকালে চরফ্যাশন পৌর-শহরে বিক্ষোভ শেষে ফ্যাশন স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বজনরা দাবি করেন, নীপা বেগমকে পরিকল্পিতভাবে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।
মানববন্ধনে নীপার বাবা হেলাল উদ্দিন বলেন, আমার মেয়ের সমস্ত শরীরে আঘাতের চিহ্ন দেখেছি। আমি নিশ্চিত নীপার স্বামী রায়হানুল হক মুগ্ধ, শাশুড়ি মাহমুদা খানম মিলিসহ অন্যরা পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও স্বামী মুগ্ধ ছাড়া থানা পুলিশ অপর আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি। সকল আসামিদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নীপার বাবা হেলাল উদ্দিন।
মানববন্ধনে চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন বলেন, নীপার শাশুড়ি মাহমুদা খানম মিলির যে কল রেকর্ড ফাঁস হয়েছে, তার কথায় আমরা স্পষ্ট, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করব নীপার মৃত্যুর ঘটনা নিয়ে যেন নিরপেক্ষ তদন্ত হয়।
এ ছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, প্রভাষক নুরে আলম জিকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ, সাধারণ সম্পাদক এনামুল আহসান আসিব, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি মোশারেফ হোসেন মুন্না প্রমুখ।
উল্লেখ্য, ঢাকায় স্বামী মুগ্ধের বাবা-মায়ের সাথে বসবাস করতেন নীপা। গত ৭ এপ্রিল নীপার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আদাবর থানা পুলিশ। ময়নাতদন্ত শেষে পরদিন তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নীপার স্বামী রায়হানুল হক মুগ্ধ, শাশুড়ি মাহমুদা খানম মিলি, ননদ তানজিলা হক মীম ও শ্বশুর জহিরুল ইসলাম নান্টুকে আসামি করে গত ৮ এপ্রিল আদাবর থানায় মামলা দায়ের করেন নীপার বাবা হেলাল উদ্দিন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.